-->

চোখ খুললেই আলো মিলবে - - মোজাহিদ ইফতেখার হাবিব

 "চোখ খুললেই আলো মিলবে"

- মোজাহিদ ইফতেখার হাবিব


চোখ খুললেই আলো মিলবে,
সেই আলো দিয়ে আধাছটাক তুল্য কবিতা এঁকো মনে।

ইদানিং কবিতাগুলো ঝড়োকাক-
কোকিল ছানার দৃষ্টির আশ্বাসিত দৃশ্য ।

দোদুল্যমান ঝড়ের প্রশ্বাস দোলে-
কন্ঠের মাঝে ভীতু সঞ্চার-
কি হয় না হয়- বাসায় ডিম।
কাকের চোখে ডিম্বোসিক্ত প্রজন্ম চোখ মিলবে-
জাতের মান মুকুট হয়ে গাছের মুকুলে
কবিতার উৎশ্বাসিত ধ্বনীর ছড়াবে।
হঠাৎ ঝড়োমন্ত্রের হুংকারীত ঝলকানীতে কাককন্ঠ বিবস্ত্র হয়ে যায়।

ডিম্বো কোকিল ছানা উস্ম-কুসুম তাপাস্নেহ থেকে হিম মাদলে
বাসায় গড়াগড়ি খায়, ঠক্কর খায়,
ডিম্বোসিক্ত সাথীদের সাথে।
ভাবনার চোখ মেলে, এভাবেই
সময় পোষ মানে।
কোকিল ছানার আনন্দিত-উৎসব।
চোখ মিললেই আলোকে
শাসিয়ে শাসন করবো কবিতাকে।
এত বিদ্রুপ কিসের? চোখ মিলতে দাও!
কোকিল ছানা আষ্টেপৃষ্ঠে ডিম্বোকুন্ডলীতে
কান পেতে শুনতো মায়ের আবৃত্তি,
কিন্তু মা-ধ্বনী কই?
হঠাৎ ডিম্বোবৃন্তে মায়ের বিপদি বার্তা ধাক্কা খায়।
প্রতিধ্বনিত মনে ছানার বিচলিত অহমের কাঁকুতিতে
লাথি মেরে মেরে ডিম্বোকুন্ড ভেঙ্গে চেঁচিয়ে আবৃত্তি করে উঠলো -
মা...।
আর তখনি একটি অজানা শব্দ নিয়ে উপর থেকে নীচে।
পাশে পড়ে থাকা ভঙ্গ খোলস দেখে নগ্ন ছানা।
ছানা আস্তে আস্তে কচি ডানায় সেলুট করে চোখ মিলে বললো-
তুমি কি মা? মা কাঁদে।
ভোরের আলো আঁধারিতে কেঁদেছে ।
কষ্ঠের ছমকে ছমকে তাঁকিয়ে
আবার ছন্দের নিখুঁত অলঙ্কারে সুমিষ্ট সুরে সুর ধরে।
তোমাকে সৃষ্টি করবো বলেই ভয়কে জয় করলাম।
মাগো- তুমি আলোকিত উজ্জ্বল।
কোকিল ছানা ক্লান্ত, নিথর চোখে চেয়ে চোখ বুঁজে
কবিতার শেষ চরন জাত কন্ঠে বলে উঠলো
মা গো-
তোমার উষ্ণতায় আলিঙ্গন করো।
চোখ খুললেই আলো মিলবে,
সেই উজ্জ্বলতা দিয়ে আধাছটাক তুল্য
কবিতা এঁকো...........
মা......,!।

শিশিরের সাথে উবে গেল - ছন্দ!
আলোর চোখে শিশির ছোঁয়া কাঁন্না।
কাঁন্নার চাঁদরে ছানার দেহ আচ্ছাদিত হলো,
চারিদিক রক্তিম রণবেশের যোদ্ধাদের কুঁচকাওয়াজের আয়োজনে
উজ্জ্বলতায় জড়িয়ে রক্তিম সূর্য উঠলো ।
আর সেই থেকে কোকিল কন্ঠ প্রকৃতিতে সমাদৃত হলো।
13-02-2021 (ভোররাত ৪টা ) পার্বতীপুর দিনাজপুর।

Latest posts