-->

জেদীরা যুদ্ধৄ করে, জ্ঞানীরা প্রতিহত করে- মোজাহিদ ইফতেখার হাবিব (কবিতা)

মোজাহিদ ইফতেখার হাবিব
:::::::::::::::::::::::::::::::::

জেদীরা যুদ্ধৄ করে,

জ্ঞানীরা প্রতিহত করে৷
রণকৌশলগত জ্ঞান বিজয়ের মালা পায়৷

যারা বিশ্বাস ঘাতকতা করে 
তারা সর্বকালেই পিছিয়ে গেছে দেখেই 
নিজেকেই নিজে ভয় পায়....


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
"অশ্রুর রক্তপাত"
ভেবেছিলাম অক্ষয় সময়ের দৃষ্টিগতি পিঠমোড়া দিয়ে দাঁড়িয়ে নতমুখকে শাসন করে তাকাতে বারন করবে ৷ বারন করবে পিতৃত্বের সময় নষ্টের ছায়ায় মাতৃত্বে দাবী ছেড়ে আঁচল পুড়বে৷ পুড়ে দিবে কষ্টের ছায়াপথ৷ভুল আলেখ্য৷জন্মের কৃষ্ণগহ্বরে পৈতিক স্বার্থ সন্তানের শ্রমিকায়ন৷ চলে ঘূর্ণশাসন বারণ৷ ঘরোয়া মৌন্যক্রিয়ায় পিতৃসাধন ভঙ্গ করে বৃদ্ধাশ্রম জপে৷স্থলুতর সময় ঘাতক হয়৷ জ্বীর্ণ অভিশ্বাপে পুত্রসময় বন্ধক হয়ে যায়৷ এক মেরুতে দুই জীবন্ত সময়ের চোখে অশ্রুর রক্তধারায় অব্যক্তস্বার্থ লুকায়িত থাকে শুধু মুষ্ঠি বেঁধে অংকের যাত্রা বিফল৷

:::::::::::::::::::::::::::::::::::::::::::::
মানুষ নামের মানুষগুলো ক্যামন জানি৷

সোজা পথে দু'পায়ে হাঁটেনা, অন্যরকম ভঙ্গী ধরে স্বার্থে জিহ্বা লকলকিয়ে বেড়ায়৷ আমি দিব্বি দেখতে পাই, তাদের মৃত্যুর পূর্বেই তারা কত কষ্টে মৃত্যুকে ঠেকার জন্য কিনা করে৷ হায়রে মানুষ এখনো সময় আছে মানুষকে মানুষের অধিকার দাও৷ ভেবোনা তোমার পান্ডুলিপি অক্ষত থাকবে 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আমার স্বপ্নগুলো সামাজিক তাপে বাষ্পকরন হয়ে উবে যাচ্ছে কেন...? 
তবু স্বপ্নগুলো কংকীটে মিশে ইমারত তৈরী করছি নিজ চেতনার জমিতে সেখানেও ভেঙ্গে দিচ্ছে, কেন....? এর কি কোন সমাধান আছে......
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
অবহেলিত জীবন মরে গেলে বেঁচে যায় নিজের করুণার হাত থেকে...........
::::::::::::::::::::::::::::::::::::::::::::
আমার স্বপ্নগুলো সামাজিক তাপে বাষ্পকরন হয়ে উবে যাচ্ছে কেন...? 
তবু স্বপ্নগুলো কংকীটে মিশে ইমারত তৈরী করছি নিজ চেতনার জমিতে সেখানেও ভেঙ্গে দিচ্ছে, কেন....? এর কি কোন সমাধান আছে......
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মানুষের সৃষ্টির প্রথম দর্শন কি....? অস্থিত্বের প্রকাশশেকড় গেড়ে নিজেকে বৃক্ষে গড়াকিন্তু বর্তমানে আমাদের মধ্যে দর্শন না থাকাতে কোন কিছু সৃষ্টি হচ্ছে নাএর কারন জাতীয় ভাবে মাদক যেখানে স্থান পেয়েছেতাইতো বর্তমানে সুস্থ সৃস্টির চোখে পড়ে না
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
অস্থিত্বের প্রথম আলোর সৃষ্টিটি হারিয়ে গেলে আদৌ কি ফিরে পাওয়া যায় ....? না যায় নাকারন, সেই সময়ের অবস্থানের সৃষ্টি-টি দর্শন ভুল করবে
>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 
নিজের অস্থিত্ব কি ভাড়া দেওয়া যায় বা ভাড়া নেওয়া যায়....?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Latest posts