-->

সভ্যতার নগ্ন সিঁড়ি -মনসূর উর রহমান (কবিতা)

মনসূর উর রহমান
এর কবিতা
সভ্যতার নগ্ন সিঁড়ি

সভ্যতার নগ্ন সিঁড়িতে মানুষের বসবাস
চক্কর দেয় মাথার উপর ভয়াবহ হিংস্রতা --  বোমারু আকাশ,
নব জাতকের লোভাতুর আশ্বাসে বেঁচে থাকে মানুষেরা।
তবুও জীবন গড়বার প্রতারক প্রত্যাশা, মিথ্যা স্বপ্নেরা
ঘনিভূত হয় বুকের ভেতর,পাজর প্রকোষ্টে,
উঁকি মারে নবারুন সূূর্যের আভা।

মানুষ দৌড়ায় রুদ্ধশ্বাসে জীবনের খোঁজে -- চারিদিকে কাঁটাতার,
যেতে যেতে সহসা গুলিবিদ্ধ হয়, ভেংগে পড়ে আকাশ ,
গড়বার প্রত্যাশা বাঁচবার অংগিকার মিথ্যা হয়ে যায়।
অবুঝ ¯¦প্নেরা পৃথিবীর বিধ্বস্ত নীড়ে নির্মম রাজপথে
পড়ে থাকে রক্তাক্ত নিথর নিবূপায় অসহায় ।
দুসংবাদ শিষ দেয় দুকানের ভীরু পাটাতনে।
ভাংগা গড়ার নিদারুন উপহাস  ইতিহাস হয়ে যায়।

গড়বার দিন শেষ ,ভাংগনের হাত পরিশ্রান্ত প্রায়
সভ্যতার ভগ্নাবশেষ কংকালে দাঁড়িয়ে
শেয়াল কুকুরেরা কোরাস গায় কর্কশ আর্তনাদে,
মানুষের প্রত্যাশা ক্রমশ ফুরায় কেবল।
পৃথিবীতে ঘুট ঘুটে অন্ধকার নামে অশরীরি দেহের ছায়ায়।
অপরিচিত হয়ে যায়  পরাজিত সময়ের ঘূর্নাবর্তে।
যদিও পৃথিবীর বিউটি পার্লারে অযথা কেমিক্যাল ঘষে
চোখে মুখে বুকের ভিটায় সুচতুর ঘুঘু।
কৃত্রিম আলোর ভেতর থেকে অবয়ব ফোটে,
ভুতড়ে ছুরত অন্ধকার হাতড়ায় ছায়াবাজি খেলা,
সভ্যতার দেয়ালে লেখে নোংরা প্রেমের লিপি
জালিয়াত লিপিকার।
সভ্যতার দিগম্বর দেহ কেঁপে কেঁপে ওঠে।

Latest posts