-->

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৫৪ শ্রমিকের স্থায়ী নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে (তৃতীয় ইউনিটে-২৭৫ মেগাওয়াট) উন্নয়ন কাজের স্থানীয় অভিজ্ঞ শ্রমীকরা উৎপাদক কাজে কর্মী হিসাবে নিয়োগের দাবিতে দীর্ঘ (২) দুই বছর আন্দোলন করে আসছে।

শ্রমীকদের আন্দোলনের ফলশ্র“তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ১৫৪ জন আন্দোলনরত স্থানীয় অভিজ্ঞ শ্রমীক নিয়োগের জন্য অনুমোতি প্রদান করে। কিন্তু বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ অনুমোদিত শ্রমীকদের নিয়োগ প্রদানে গড়ি মশি করছে এমন অভিযোগে শনিবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দের মুল গেটে আন্দোলন পরিচালনা কমিটি সভাপতি মোঃ হাবিবুর রহমান হুঁশিয়ারি করে বলেন, আগামী ১ জুলাই ২০১৯ এর কর্মদিবসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা না হলে মধ্যরাত থেকে রাজপথ-রেলপথ অবরোধ করা হবে।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকসহ আরো অনেকে।

Latest posts