-->

রাজনীতি যোগ মাদক সমান সমান নেশা

হাবিব ইফতেখার


II বাবা মেয়ের কথোপকথন (মডান যুগের ষোড়শী কন্যা। বাবার কাছে বায়না ধরেছে)।I 



: বাবা আমি ওকেই বিয়ে করব।

:
না মা, ও রাজনীতি করে।

:
কেন বাবা, এর আগের ছেলেটিকে বললে মাদক আসক্ত। তাই ওর সঙ্গে বিয়ে দিলে না।

:
শোন, মাদকের নেশার চেয়েও বড়ো নেশা রাজনীতি। তুই ভালই বুঝিস। বর্তমানে সবগুলোর শাব্দিক অর্থের পরিবর্তন ঘটেছে। 

:
যেমন ভালো, সৎ ও গুণী ছেলেরা কখনো মাদক সেবন করে না। তেমনি বর্তমানে ভালো, শিক্ষিত, গুণী, সৎ ব্যক্তিরা রাজনীতি করে না। 

: ঠিক তাই

: বাবা তাহলে এর ঠিক উল্টো যারা করে তারাই রাজনীতি করে। তাই আভিধানিক এর শাব্দিক অর্থ পরিবর্তন যোগ্য।
: ঠিক বলেছিস মা।


: তাহলে বাবা এসবের হিসেব দাঁড়াচ্ছে, রাজনীতি এবং মীরজাফর একই অর্থ। 


: আমি আর কি বলবো, সবই তো তুই এ বলে ফেললি।


: তাহলে কি বাবা আমার বিয়ে হবে না।


: হবে তবে ওই দুই জীব ছাড়া।

Latest posts