-->

সনেট "সনেটের চোখ" মোজাহিদ ইফতেখার হাবিব (কবিতা)

মোজাহিদ ইফতেখার হাবিব 
এর সনেট
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সনেটের চোখ
(বিঃদ্রঃ সনেটে নতুন সংযোগ, প্রথম লাইনের অক্ষর প্রতিটি লাইনে প্রথম অক্ষর
সাজানো হয়েছে, তেমনি প্রতিটি লাইনের শেষ অক্ষর উল্টোভাবে বা নীচ থেকে
সারিবদ্ধ ভাবে উপর পর্যন্ত সাজালে যা প্রথম সমান্তরাল লাইনটি হয়।)

আকাশকে বললাম চোখ খুলে সাজো
কালের দৃষ্টি পড়েছে। খাদক অগ্নিসা
শব্দে অন্তনীল অনুজে মুখ খুলে
কেন্দ্র বিন্দু ছিঁড়ে, ক্ষুধার্ত এক ভিখ্খু।
বহে তার দেহ মেঘকাব্যে, যতচোখ
লঘুত্বের ব্যাকরণে অন্ধ করে। যাচো
লাটাই সুঁতো উপঢেকনের লাগাম
মত্ত হাতে অব্যক্ত টান মৃত্যুর জ্বালা।
চোখ নিভায় মর্ত্য থেকে ধ্বংসের কল্
খচিত ছন্দজলের যাবে না স্বভাব
খুব তাপের যতনে বাষ্প করে আঁকে
লেখন মন্ত্রে চোখ কাঁদে, হায় হতাশ!
সাক্ষ্য দেবো হে আকাশ, পথ্বিজলে বাঁকা
জোয়ারে তোমার মিলনের কবিত-আ।
 :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ছাদের নীেিচ লাইট পোষ্টে অদৃশ্য থলির স্বপ্ন
(বিঃদ্রঃ সনেটে নতুন সংযোগ, প্রথম লাইনের অক্ষর প্রতিটি লাইনে প্রথম অক্ষর
সাজানো হয়েছে, তেমনি প্রতিটি লাইনের শেষ অক্ষর উল্টোভাবে বা নীচ থেকে
সারিবদ্ধ ভাবে উপর পর্যন্ত সাজালে যা প্রথম সমান্তরাল লাইনটি হয়।)

লাইট পোষ্টে পিপীলিকা সমাহারে মেঘ জমেছে
ইমারত ছোঁয়া আকাশ ক্রমাগত হাঁটুতে নেমে
টক্কর খায় ইদানিংকার সভ্যতা। দৃষ্টির লেজ
পোষ্টে বাঁধা ভাইরাসের শিখল, যা নামায় মেঘ
ষ্টেশনের বাতাস বদ্ধপরিকরে হৃদয় জমে
পিপাসিত মেঘের কল্পিত ছায়া গাঁথা অন্যসুরে
পীঠ ভাঙ্গে যদি ও অন্ধ দৃষ্টি তবু নাচায় প্লীহা
লিঙ্গ বিহীন আাঁধারের কণা স্পর্শে হয় উপমা।
কারুসত্তায় ঘূণধরা লাইট পোষ্টের অভ্যেস
সমাহার হয় তাই আলোকিত চোখে অদৃশ্য থলি
হাওলা হয়ে যায় মৃত্যুর ছায়া মেঘে, ঘুমব্যাপী
রেণুতে রেণুতে আদি সৃষ্টির আলো নিভে লাইটপোষ্টে।

ঘর একটাই আকাশ যার ছাদ অযুক্ত ছাপো
জলকর বাস করে বলে ভিতরে ভ্রুণের জট
মেঘে তখন জমে ওঠে রঙ্গ রসের সুবাসেই
ছেদ পরে কেঁচোর পিল্পিলে স্বপ্নের ভগ্নচলা।
                                  ৩০,৩১/০৩/১৯৯৭ ইং
                                        রাজশাহী
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বিশ্বস্ত প্রতারক
(বিঃদ্রঃ সনেটে নতুন সংযোগ, প্রথম লাইনের অক্ষর প্রতিটি লাইনে প্রথম অক্ষর
সাজানো হয়েছে, তেমনি প্রতিটি লাইনের শেষ অক্ষর উল্টোভাবে বা নীচ থেকে
সারিবদ্ধ ভাবে উপর পর্যন্ত সাজালে যা প্রথম সমান্তরাল লাইনটি হয়।)

আমরা নিভুলই বিশ্বস্ত প্রতারক
মধ্যাহ্নে লুকায়িত চোখের নীলসুর
রাগ আচ্ছাদনে মার্কশার রসিকতা
নিভুলে ছায়া গেঁথে সাজি সভ্যের বিপ্র
ভুল অঙ্কুর এতে জন্মে এক বিশ্বস্ত
লদ্ধি বৃত্তে প্রিয়জনের হতাশ বিশ্ব
ইচ্ছার হয় মৃত্যু, সেই সত্যের ছবি
বিতৃষ্ণায় নিজেকে রূপান্তরে হারাই।

শ্বসন আঙ্গিনায় কার্বনের পাঁচিল,
স্তরে স্তরে সমকালিন সভ্য নিভু নিভু
প্রতিজ্ঞার ক্রিয়াযুক্ত হৃদয় এখনি
তাড়ন মন্ত্রে বিশ্বস্ত প্রতারক, সেরা
রক্তের শিরা জেগে হয় এ অঙ্গজম
কলঙ্ক অস্তিত্ব সেজে ভাঙ্গে কবিত-আ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: 

কারাবাসের বাসি বাঁশি
(বিঃদ্রঃ সনেটে নতুন সংযোগ, প্রথম লাইনের অক্ষর প্রতিটি লাইনে প্রথম অক্ষর
সাজানো হয়েছে, তেমনি প্রতিটি লাইনের শেষ অক্ষর উল্টোভাবে বা নীচ থেকে
সারিবদ্ধ ভাবে উপর পর্যন্ত সাজালে যা প্রথম সমান্তরাল লাইনটি হয়।)

মেঘের থলিতে দু’দৃষ্টির কারাবাস
ঘেষা জীবন, জাতছায়া, অথচ কে বা
রচন শ্রেণীর কৌশলী জন্মের সারা
থলি বেয়ে দৌড় শুধু দৌড়। যা ভসকা
লিখন শস্ত্র, অবশেষে এক অন্নের
তেজস্ক্রিয়ায় তবু আজো অভিন্ন সৃষ্টি,
দু'ঠোঁট চাঁদ ডাকে আয় কাছে আয়, দৃ..
দৃষ্টি ভরা কারণের ফলাফলে যাদু।
ষ্টিম চালিত ব্যাখা পরাধীন থলিতে,
রক্তবর্ণ তাজ বয়ে বেড়ায় গোধূলি
কাল পর্যন্ত। কান্তিক আঁধারের মিথ,
রাতে ডেকে সরিয়ে দেয় যা-যা মেঘের
বাসি বাঁশি বাজা। অতঃপর জন্ম মেঘে
সতিনে তিন সন্ন্যাসী রীতিবাস ক্রমে।
২৪/১০/১৯৯৬ ইং
রংপুর

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Latest posts