-->

৯ল্প শুনে গল্প বানিয়ে - মোজাহিদ ইফতেখার হাবিব (কবিতা)

মোজাহিদ ইফতেখার হাবিব
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
জানতে চাই জানা জিনিসটি কতটুকু মৌলিক, ভোরের আদলে কতটুকু আঁধার খঁচিত আলোর মোহরে নিজেকে দেখতে পেরেছিপ্রশ্ন গজিয়েছে ক'ফোঁটা অন্ধকার শুষে, ভোরের রক্তদৃষ্টি ছিটায় প্রকৃতির কোমল বোধে? সমায়িত প্রকৃতি কখনো আপন করলনা বলেইতে জানার ভিতরে পিতৃত্বের দাবী নিরুপায়ভোরের আলো শিশুপ্রশবের আঁধার তাড়ানো চিকারতবু চক্ষু মেলেনা আমারকেন এত পশমি আলোর ঝলকানিতে জানা অজানার কাঁন্না শুনতে প্রকৃতি ব্যস্তজানা হয়না আমার,পাখির বর্ণমালাতত্ত্বে স্বত্ব এটে দেয় দশ প্রশ্বাসের বিশ্বাস ছ্বটাতাইতো জন্মিতে জন্মিতে নীরব ভোরে জন্মিনা এখন
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
এমনও সময় ছিলো বৃষ্টির শব্দ কুঁড়িয়ে কবিতার গায়ে অলংকার পড়িয়ে দিতুমঅপেক্ষার ভাবনা স্বপ্নধীর দৃষ্টি, তুমি আকাশ পিটিয়ে আলোকছ্বটার উকণ্ঠায় আমাকে উচ্ছাষিত হতে হতো কবিতার পংতিমালাতে

নিদারুন একটা অনুভূতি স্নায়ুতে চমকে দিতোচমকিত ধাক্কায় যা ছুঁয়েছি, চেঁচিয়ে ওঠেছে বোকা কবিরা বলেছে কবিতা ক-কবিতাকাজ নেই অকর্মের লাড্ডু-গুড্ডু শব্দ সেল্যুলয়েটে বসিয়ে কবিগিরি করতেই রাস্তায় হাটু বৃষ্টির কাঁন্না বাড়ি ফিরতে দেয়নি আমায়আমার ৯ল্প শুনে গল্প বানিয়ে নাট্টকার হয়ে পাঁকাচুল ঢাকে নামাজের টুপি দিয়েআগের সময়ের বৃষ্টিতে অতীত ছিলনা, ছিল শুধু বরফ জমানো স্বপ্নআকাশ থেকে স্বপ্ন পড়তো, টুপ করে কুঁড়ে চুষতামএখন নিয়েতো বৃষ্টির যন্ত্রণা বেড়েছেআকাশের হয়েছে বদহজমলজ্জা লাগে আকাশের দিকে চেয়ে থাকতেআর নব্য বৃষ্টিরাও হয়েছে বেয়াড়াশরীর ছুঁয়ে দিলেই কাঁপিয়ে দেয়কি আর বলবে সেই সুবাদে আমার সেই কবিদের সব সময় গাঁ গরমতাই তো বাড়ী যাওয়া হয়না আমার

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Latest posts