-->

জমজম কুপের রহস্য


জমজম কূপের পানির রহস্য সত্যিই একটি আল্লাহ্ কুদরতি নিয়ামত। যতই আধুনিক ত্বত্তের ছোঁয়া লাগছে ততই নতুন নতুন তথ্য আবিস্কার হচ্ছে। বিগত ষাটের দশকে বাদশাহ খালেদের শাসন আমলে জমজম কপটি সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রথম অবস্থা থেকে বর্তমান জমজম কূপের গভীরতা ৫১ ফুটে দাঁড়িয়েছে। জমজম কূপের বহুবিধ রহস্যের মধ্যে আজ আমরা এক নজর জমজম পানিসহ কূপের তথ্যগুলো জানবো।
১. মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি এই জমজম কূপ। 

২. আধুনিক ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও জমজমের পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায় অবস্থান করে
৩. এ যাবৎ জমজমের পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল

৪. সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি

৫. এই কূপের পানি কখনও শুকায়নিসৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মউসুমে ব্যবহার কয়েকগুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না
৬. সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে
৭. এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমান অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা নাএই পানি ক্ষুধাও নিবারণ করে
৮. এই পানিতে ফ্লুরাইডের পরিমান বেশী থাকার কারণে এতে কোন জীবানু জন্মায় না
৯. এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়!

জমজম কুপ
::::::::::::::::::::::::::::::

Latest posts