-->

কন্ঠশিল্পী আইয়ুব আলী'র স্মৃতিচারণ



হাবিব ইফতেখার
কন্ঠশিল্পী আইয়ুব আলী'র স্মৃতিচারণ

#############
আমার প্রিয় চেনাজন হারিয়ে গেলোবয়স যতই হোক আমাকে না বলে সে কোথাও যায়নাআমি মরহুম আইয়ুব আলীকে নিয়ে ভাবছি....এইতো সেদিনের কথাযেন আমার পাশে বসে আজো দিন-রাত কথা বলছে 

-চাজী এই গুল মাখাটা পছন্দের না 

-আচ্ছা বাবাজী এইটুকু লাগিয়ে এখনকার মত নয় 
-তার মানে পরে আবার লাগাবেন 

-হ্যঁ.....হ্যঁ.....ঞঁ.... (ফোকলা হাসি)
কন্ঠশিল্পী আইয়ুব আলী, শেষ জীবনে ভাল অভিনয় করছিলেনযতগুলো অভিনয়ের কাজ করেছেন সব এই ময়ূরকণ্ঠীর কাজগুলোতেসে ময়ূরকণ্ঠীর একজন নিবেদিত প্রাণ ছিলেনসকল ছাত্র-ছাত্রীরা তাঁকে দাদু দাদু বলে অস্থির করে তুলতোযত নালিশ তাদের ওই দাদুর কাছেতারপর তাদের দাদু আমার আইয়ুব চাজী আমার মেজাজ দেখে বলতো এবং সমাধান করে দিতেনএই তো সেদিনের কথাঅনেক ছাত্র-ছাত্রীরা যারা বাহিরে আছে নিজ কর্মস্থলে ব্যস্ত তারা কি সবাই জানে তাদের দাদু নেইএই জগ থেকে চিরতরে চলে গেছে অভিমানেতাঁর মৃত্যুর কয়েকমাস আমি খুবেই বাহিরে ব্যস্ত থাকাতে অফিসে বসতে পারছিলাম না তখন নাকি অসুস্থ শরীর নিয়ে দুবার করে এসে ফিরে যেতেনযখন শুনতাম খারাপ লাগতো কেন জানি এই ফোঁকলা, হাঁসিখুশি পাঞ্জাবী পড়া, পানখাদক লোকটাকে মোবাইলে রিং দিতামঅনেক সময় তিনি বুঝতে পারতেন নাপরে দেখা হলে আচ্ছা করে বোকা দিতামআর বলতাম মরনের খবরটাও পাবনাসত্যি তাই তিনি যে এত অসুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘুরে এসে বাড়িতে শয্যাষায়ী কেউ বলেনিসকলের ধারনা আমি ও সবার আগে খবর পাবশুনে সোহান (বাঁশি বাদক) কে নিয়ে বাড়িতে গেলেহাঁ হয়ে শুয়ে, দেখছেনাপ্রচন্ড জ্বরতার মেয়ে হাতে পায়ে তেল মাখাছেছেলের বউ পাশে বসেকি তরতাজা ফুরফুরে মেজাজের লোকটা এই অবস্থাতার বড় ছেলে অহিদুল মাষ্টারকে একটু জোরেই বললামখবরটা জন্যকেন বলেছিলাম জানিনা। (হয়তো মায়ের চেয়ে মাষির দরদ বেশী) 
-একটু কথা বলেন চাজী, এই দেখেন আমি হাবিব 
কতবার মাথায় হাত দিয়ে ডাকলাম চোখ বন্ধ করে হঠা এক দুই বার কাঁপনি দীর্ঘশ্বাস ছাড়লেনউপস্থিত জনরা বললেন আপনার চাজীর জ্বর হলে অজ্ঞান হয়ে যানআমি বুঝলাম আর দেখা ও কথা হবে নাদুটা ছবি তুলেশেষ বিদায় সেইটি ছিলআশার সময় বললাম তিনি স্বচেতন হলে আমাকে একটু মোবাইলে খবর দিয়েনকেউ দেয়নিতারপর ৫- ৬ দিন পর ভোর-সকালে চাজীর বড় ছেলে অহিদুলের মোবাইল রিং......... ২৮ আগষ্ট বৃহস্পতিবার ভোর রাতে বাধ্যর্ক জনিত কারনে ইত্তেকাল করেছেন (ইন্না .............. রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেনতিনি পার্বতীপুরের প্রথম বেতার শিল্পীস্বাধীনতা উত্তর পুর্ব আইয়ুব আলী লোকজ গানের সুরকার গীতিকার ও উঁচু মানের কন্ঠ শিল্পী ছিলেন সুদীর্ঘ সময় রংপুর বেতারে গান গেয়েছেন তিনি, তার মৃত্যুতে পার্বতীপুর সাংস্কৃতিক অঙ্গনে একটি শুন্যতার সৃষ্টি হলোতিনি জীবদশায় ভারতের প্রখ্যাত গজল গায়ক চন্দন দাশের সাথে পার্বতীপুরসহ দেশের নানা অঞ্চলে গান গেয়েছেন অসংখ্য সাংস্কৃতিক সংগঠনে তার উদার বিচরন ছিলতার জানাযায় পার্বতীপুরের সাংস্কৃতিক মনা ব্যক্তি সহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেনতার শোকসন্তত্ব পরিবারের প্রতি পার্বতীপুরের সকল স্তরের মানুষ সমবেদনা জ্ঞাপন করেছেন

এই সাংস্কৃতিক জগতে তাকে অবহেলা এবং অমুল্যায় করেছে বিশেষ করে পার্বতীপুরবাসীর শিল্পীবৃন্দআমি এদের প্রত্যেকে ভালভাবে চিনিএই কারণে আমার অফিসে (ময়ূরকণ্ঠী) একদিন তিনি তার আবেগের কথা বলতে গিয়ে আমার হাত ধরে কেঁদেছিলেনএই দৃশ্যটা আজ-কাল খুব বেশী করে ব্যাথিত করে তুলছে আমাকেএই পল্লী শহরগুলোর মানুষগুলো এত খারাপযে খারাপ একটা সমাজের সাংস্কুতিক অঙ্গনটাকে একেবারি নষ্ট করে দিচ্ছেনিজেরাও কিছু করতে পারছেনা, কাউকে কাজ করতে দিচ্ছেনা শুধু তাই নয়...একথাতেই তিনি বলেছিলেনহাবিব বাবাজী তোমার উপর হামলা এসেছিলতুমি দেখে ওরা ভয়ে ল্যাজ গুটিয়ে রেখেছেতুমি সংগ্রাম করা মানুষপ্রতিভাবান মানুষদের জন্য সংগ্রাম করছোকিন্তু এই শহর থেকে অনেক প্রতিভাবান মানুষ তারা এখান থেকে রাগে অভিমানে ােভে একেবারি চলে গেছে, এখানকার নামও নিতে চায়নাঅভিশ্বপ্ত আমাদের অঞ্চলতুমি বাবাজি সাবধানে থাকবেআমার বিশ্বাস তুমিই পারবে এই পার্বতীপুরের কলঙ্ক মুছাতেকারন এতদিনে আমি বুঝতে পেরেছি যা করছো পার্বতীপুরের মানুষ সবকিছু তোমার কাছে নতুন দেখছেযা তাদের কল্পনা শক্তিতে আসেনা সেটি করে দেখাছোতাদের কিছু নেই মন্তব্য ছাড়াতোমাকে ইর্শা করেএই জন্য যে তোমাকে ভয় পায়কখনো দেখলামনা তোমার সামনে কেউ কিছু মন্তব্য করতে পেরেছেতাদের সেই সাহস নেইতুমি পারবে এদেরকে সাহেস্তা করতেআমার দাবী এই অঙ্গনটাকে বাঁচাওপার্বতীপুরকে সুষ্ট সাংস্কৃতিক ধারা পরিচালনা করা উদ্দ্যেগ নাওওদিকে তুহিন ও চেষ্টা চালাছে তাকেও কোনঠাসা করে রাখছেযারা জানেনা তারাই এসব করছেইতোমধ্যে তুমি কিছু ব্যক্তিদেরকে চি˝িত করেছোআরো আছে খুঁজো...এরা সাংস্কৃতির রাজাকারআমরাতো আর পারবো না..আর কদিন বাঁচবোতোমাদের হাতে আমাদের সম্মানআমি মৃত্যু পর্যন্ত তোমার কাছে থাকবো বাবাজী দোয়া করো 

আমি কথাগুলো নিয়ে কি করে থাকি, সারাদিন-রাত ধরে ভাবি, সত্যি এই অঞ্চলে শুধু নয় আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনটার অবস্থা কে বা কারা সঠিক দিকে এগিয়ে প্রতিভাবান ব্যক্তিদের মুল্যায়ন করবে? যারা পরিচালনা করছে তারাইতো হতভাগ্য পেটুকতাদের কাছে কি আশা করা যায়এই গুণি শিল্পীদের একটি আশাও কি পুরণের মতা নেই তাদের মৃত্যুর আগে...........তবে আইয়ুব চাজী আপনাকে সেদিন যে কথা দিয়েছি আজ ফেজবুক বন্ধুদের ও বলছি যখন এই পথে আছিআমিও দেখবো মানুষ কত আঘাত করতে পারেআমি শুধু দোয়া চাই

::::::::::::
হাবিব ইফতেখার
ময়ূরকণ্ঠী পরিচালক



Latest posts